সোনারগাঁও দর্পণ :
যৌতুকের টাকার জন্য স্ত্রী তিন দিন পানিসহ কোন খাবার না দিয়ে খুটির সাথে বেঁধে নির্যাতনে অভিযুক্ত পাষন্ড স্বামী উজ্জলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
দমদমা গ্রামের শাহজাহানের নিজ বাড়ি থেকে তার ছেলে উজ্জলকে ঘটনার দিন স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। শনিবার পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, নির্যাতিতা সাদিয়ার মা জুলেখা বৃহস্পতিবার সোনারগাঁও থানায় পালিত মেয়ে সাদিয়ার স্বামী উজ্জল ও উজ্জলের মা মনোয়ারা বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
এরও দুই বছর আগে উজ্জল সাদিয়াকে বিয়ে করার পর থেকেই যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছিল। সাদিয়ার পরিবার উজ্জলকে বিভিন্ন সময় দুই লাখ টাকাও দেয়। কিন্তু মাদকাসক্ত উজ্জলের টাকার চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আবারো সাদিয়াকে মারধর শুরু করে। কিছু দিন আগে তাকে গলায় ফাঁস দিয়েও মেরে ফেলার চেষ্টা করে। সবশেষ গত ঈদুল ফিতরের তিন দিন আগে থেকে সাদিয়াকে কোন খাবার এমন কি এক গøাস পানিও না দিয়ে খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে আসছিল উজ্জল। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে যায় এবং সাদিয়াকে উদ্ধার করে উজ্জলকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
Post a Comment