Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে সামাজিক অপরাধ রোধে “মোগরাপাড়া শান্তি, শৃঙ্খলা যুব ঐক্য সংঘ”


সোনারগাঁও দর্পণ : 

গেল বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে দেশের আইনশৃঙ্খলাও প্রায় ভেঙে যায়। সে সময় পুরো দেশে বেড়ে যায় ছিনতাই,ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রমের ঘটনা। এমন অরাজক পরিস্থিতিতে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে হোন ঐক্যবদ্ধ।

তারই ধারাবাহিকতায় “নিজেদের নিরাপত্তা নিজেরা গড়ি, অপরাধ রোধ করি” শ্লোগানে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং তথা সামাজিক অপরাধ প্রতিরোধে ঈদ পূণর্মিলন ও আলোচনা সভা করেছে অরাজনৈতিক সংগঠন “মোগরাপাড়া শান্তি, শৃঙ্খলা যুব ঐক্য সংঘ।” 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বড় সাদীপুর গ্রামের দলাল বাগ লিচু বাগানে শনিবার (৫ এপ্রিল) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। 


স্থানীয় আইকন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শেখ জাহিদুল আলম রাহিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বড় সাদীপুর ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক এমএ মহিন মিয়া।

অনুষ্ঠানে স্থানীয় যুবক সমাজের বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ বর্তমান সমাজের অবক্ষয়, অবক্ষয়ের কারণ, প্রতিকার এবং ইসলামের ধর্মীয় রীতি-নীতিতে কিভাবে সমস্যার সমাধান করা যায় এ সকল বিষয় তুলে ধরে বিশদ আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, বড় সাদিপুর গ্রাম এর উদ্যোক্তা হলেও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন “মোগরাপাড়া শান্তি, শৃঙ্খলা যুব ঐক্য সংঘ” অনতিবিলম্বের একটি নীতিমালা করে মোগরাপাড়া ইউনিয়নের ৫৬টি গ্রামের গ্রামবাসীর সমন্বয়ে সদস্য সংগ্রহের মাধ্যমে সামাজিক অপরাধ দমনে সহায়তা করা যায় সে লক্ষ্যে কাজ শুরু করার নির্দেশ দেন বড় সাদিপুর ঈদগাঁহ ও সাদীপুর গ্রাম পঞ্চায়েত কমিটি। 

আলোচনা সভার পর বড় সাদীপুর, বিশেষখানা, লেবুছড়া, দলদার, মুকতিশপুর, ষোলপাড়াসহ ৯ গ্রামে আজ ঘোষণা দেওয়ার পর থেকে কোন মাদক, সন্ত্রাসী কর্মকাÐ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ মুলক কাজ বন্ধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সকল গ্রামে আজ থেকে কোন ধরনের মাদক গ্রহণ, বিক্রি ও আদান-প্রদান এবং সন্ত্রাসী, ছিনতাই কাজ করলে এ সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা দেন। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget