Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে দুই ডাকাত ও এক দুর্বৃত্ত আটক


সোনারগাঁও দর্পণ : 

গত রবিরার (১৭মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে এলাকাবাসী। 

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতদের আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের কাছে সোপর্দ করা দুই ডাকাত হলো সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের নায়েব আলীর ছেলে জাহের আলী (৪৭) ও পোকার হোসেনের ছেলে ইমন মিয়া (২৪)। আটককৃতরা সম্পকে আপন চাচা- ভাতিজা।

এর আগে, গত রবিবার গভীর রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ বাইশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের কাজে বাঁধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। 

এরই সূত্রধরে পৌরবাসী গতকাল ১৮ মার্চ রাত আনুমানিক দেড়টায় দিকে ডাকাত দল আবারও এলাকায় যায় এমন খবরে মুঠোফোন ও অনলাইনে সকলকে সতর্ক করা হলে এলাকাবাসী সোনারগাঁও পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে। 

আটক ডাকাত জাহের আলীর স্বাকারোক্তীতে জানায়, নোয়াইল গ্রামের ব্যবসায় মামুনের বাড়িতে ডাকাতি সময় তাদের মোট ১৭ জন সদস্য ছিল।

এদিকে, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পৌরসভার লাহাপাড়া এলাকার রেজাউল মাস্টারের বাড়ির ভাড়াটিয়ার ঘরে তিন জন দুর্বৃত্ত হামলা করে। এ সময় ওই ভাড়াটিয়া বাড়ির এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত আহত করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুই দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। অপর একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, ঘটনাস্থল থেকে দুইজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে।তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে। 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget