সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রেঞ্জ ডিআইজি একে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত ৩৫১ নং রেঞ্জ আদেশে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রশাসনিক কারণে তাকে ঢাকা রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হলো এবং এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।
এরআগে, গত বছরের ৮ সেপ্টেম্বর তিনি সোনারগাঁও থানায় যোগদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক থানার একটি সূত্র জানায়, আব্দুল বারী সোনারগাঁওয়ে ওসি হিসেবে যোগদানের পর থেকেই মামলা ও গ্রেফতার বাণিজ্য এবং নানান অনৈতিক কাজে জড়িত হয়ে পড়েন।
এছাড়া, সম্প্রতি চুরি,ডাকাতি,ছিনতাইয়ের মতো আইনশৃঙ্খলা অবনতি হয় এমন ঘটনা সোনারগাঁও অঞ্চলের নিত্যদিনের ঘটনা। যার একাধিক অভিযোগ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি-ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) অফিসে জমা পরে।
এরআগেও তাকে দুই বার বদলি আদেশ দেওয়া হলেও তিনি যাননি। সবশেষ ১৮ মার্চ তাকে তাৎক্ষণিক যাওয়া আদেশ হয়।
Post a Comment