Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে দোকানে ডাকাতি, টাকা, স্বর্ণ ও মালামাল লুট, ডাকাতদের ব্যবহৃত মটরসাইকেল উদ্ধার



সোনারগাঁও দর্পণ : 
 :

সোনারগাঁওয়ে দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাড়ির মালিক ডাকাতি প্রতিরোধে এগিয়ে আসলে তাকে গাড়ি চাপায় হত্যার চেষ্টা করে ডাকাত দল। 

এ সময় গ্রামবাসীর ধাওয়ায় মটরসাইকেল রেখে পালিয়ে যায় ডাকাত দল। রবিবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁওয়ের ধনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁও গ্রামের ধনু মিয়ার পুত্র বধু ভুক্তভোগী ব্যবসায়ী রূপালী জানান, রবিবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে তিনি নিজ বাড়ির সামনে নিজেরই দোকানে বসে আছেন। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকার পরিবহন ডাকাত ও মাদক ব্যবসায়ী সোহান ও তার সহযোগি কায়েসের নেতৃত্বে দুটি সিএনজি এবং একটি মটরসাইকেল দিয়ে ১০/১২ জনের একদল ডাকাত এসে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে সোহান ও কায়েস দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার টাকা ও তার (রূপালী) গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। 

এ সময় তার আর্তচিৎকারে তারই বিবাহযোগ্য মেয়ে এগিয়ে আসলে ডাকাত সোহান তার মেয়েকে ধারালো অস্ত্রের ভয় দেখায়। ভয়ে মেয়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এতে তিনি মেয়ের নিরাপত্তায় আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করেন। 

এ সময় রূপালীর কান্নাকাটি ও চিৎকার শুনে শশুর ধনু মিয়া এগিয়ে আসলে ডাকাতরা ধনুর ওপর মটরসাইকেল তুলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বর্তমানে ধনু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ডাকাতরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত মটরসাইকেলটি (ঢাকা মেট্রো হ ৬০ - ০৪৪৯) স্থানীয়রা রেখে দিতে সক্ষম হোন। 

খোঁজ নিয়ে জানা গেছে, সোয়ানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, চাঁদাবাজি, মারামারি, বাড়ি দখলসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে। 

খবরপেয়ে ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁও থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আব্দুল জলিলের সাথে যোগাযোগ করলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে কথা না বলে তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেননা বলে জানান। 

তবে, সোয়ান ও কায়েস নামে দু’জনকে চিনেছেন বলে ভিকটিমের বরাতে বলেন এবং ডাকাতদের ব্যবহৃত মটরসাইকেলটি পুলিশ জব্দ তালিকা হিসেবে পুলিশের হেফাজতে নিয়েছেন বলে স্বীকার করেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget