সোনারগাঁও দর্পণ :
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শান্ত (২৬) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় তাকে উপজেলার নাজিরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শান্ত ওই গ্রামের আমির হোসেনে ছেলে।
থানায় ভুক্তভোগীর মা’য়ের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত শান্ত ও নির্যাতিতা সম্পর্কে দুসম্পর্কের মামা-ভাগ্নি। পাশ^বর্তি এলাকার হওয়ায় নির্যাতিতার নানার বাড়ি থেকে দাদার বাড়ি যাতায়াতে অভিযুক্ত শান্তর বাড়ির ওপর দিয়ে চলাচল করতে হয়।
তারই অংশ হিসেবে নাজিরপুর নীলকান্দা দারুল উলুম মহিলা মাদ্রাসার ছাত্রী ওই নির্যাতিতা গত ২৩ মার্চ দুপুরে বাদির নিজ বাড়ি থেকে বাবার বাড়ীতে যাওয়ার পথে সোনারগাঁও থানাধীন নাজিরপুর এলাকায় অভিযুক্ত শান্তর ঘরের সামনে পৌঁছলে শান্ত তার মেয়েকে শান্তর ছোট বোন ছোট তিথী ডাকে বলে শান্তর ঘরের মধ্যে নিয়ে গিয়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য তার শিশু মেয়ের মুখ চেপে ধরে ঘরের খাটের উপর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শান্তর মা আসমা দরজা খোলার জন্য ডাকলে শান্ত ওই শিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তার মেয়েও বাড়ি গিয়ে তাকে এ ঘটনা জানায়।
পরে থানায় গিয়ে গত ২৫ মার্চ রাতে সোনারগাঁও থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০০) ৯ এর ৪ এর (খ) ধারা মামলা (মামলা নং ২৯) করে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ নাজিরপুর থেকে রাতেই অভিযুক্ত শান্তকে গ্রেফতার করে বুধবার (২৬ মার্চ) সকালে জেলা আদালতে পাঠিয়েছে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.