সোনারগাঁও দর্পণ :
মিথ্যা অভিযোগে দলিল লেখা সনদ স্থগিতাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির একাথিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. শহীদ সরকার।
রবিবার (২৩ মার্চ) দুপুরে সোনারগাঁও বৈদ্যের বাজার সাবরেজিষ্ট্রে অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহিদ সরকার বলেন, তার বিরুদ্ধে অভিযোগকারী গাজী কামাল পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তার ভাই গাজী আমজাদ পৌরসভা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গাজী কামাল দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও তার কাছ থেকেসহ বিভিন্ন দলিল লিখকের কাছ থেকে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করতো।
শহিদ সরকার গাজী কামালের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে জেলা সাব রেজিষ্ট্রারের কাছে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে। সে অভিযোগে তদন্ত এলে তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা হিসেবে প্রমাণ হয়। তারপরও তার সনদ স্থগিত করা হয়।
তিনি আরও জানায়, তিনি দীর্ঘ দিন ধরে দলিল লিখা পেশায় থেকে সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করে আসছেন। কিন্তু একটি কুচক্রি মহল তার কাজে ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সুনাম ক্ষুন্ন করতেএ এ অভিযোগ বলে দাবি করেন।
Post a Comment