সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকে মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ এর ফ্রেশ ব্রান্ডের ফ্রেশ সিমেন্টের মিক্চার মেশিন গাড়ির ধাক্কায় রাফি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডের পাশে মেনীখালী ব্রীজের ঢাকাগামী ঢালে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবকটি মেঘনা শিল্পাঞ্চল দিক থেকে তার মটরসাইকেল (খুলনা হ ১২-৬৮৭৮) চালিয়ে মোগরাপাড়া যাওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী ফ্রেশব্রান্ডের ফ্রেস সিমেন্ট মিক্চার মেশিনের একটি সাদা রংয়ের ট্রাক পিছন থেকে যুবকটিকে জোরে ধাক্কা দেয়।
এ সময় যুবকটি ছিটকে সড়কের পাশে ফুটপাতে পড়ে মাথা থেতলে গিয়ে মাথা থেকে মগজ বেরিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় যুবকটির নিথর দেহের পাশে ফুডপান্ডা’র গোলাপী রংয়ের একটি বড় ব্যাগ পরে থাকতে দেখা যায়। সেই ব্যাগ থেকে ছোট ছোট বিভিন্ন অনলাইন পণ্যের প্যাকেট পরে থাকতে দেখা যায়। মূহুর্তের মধ্যে সড়কে ছোপ ছোপ রক্ত ছড়িয়ে পড়ে।
নিহত রাফি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকুরী সুবাধে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন৷ সোনারগাঁ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন৷
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, আমাদের পুলিশ এখনো (সন্ধ্যা ৭টা ১০) ঘটনাস্থলে আছে। এ ব্যাপারে কাজ চলছে।
Post a Comment