সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে আনুমানিক ৪২ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সকালে সোনারগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াইল গ্রামে অবস্থিত চুন ফ্যাক্টরির পাশে আলমগীর প্রধানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁও থানা পুলিশের এস আই ইকরাম জানান, আলমগীরের পুকুরে মুখ পানির নিচের দিকে থাকা ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি।
উদ্ধারের সময় নিহত ব্যক্তির শরীরে মাল্টিকালারের চেক শার্ট ও শার্টের নিচে সাদা রংয়ের সেন্টু গেঞ্জি এবং কোমরের নিচে উলঙ্গ অবস্থায় ছিল। শরীরে আঘাতের কোন চিহ্ন ছিলনা বা শরীর এতোটাই নরম ছিল যে লাশটি তুলতে গিয়ে মরদেহটির চামড়া উদ্ধারকর্মীদের হাতে চলে আসে।
ফলে শরীরে কোন চিহ্ন বা দাগ থাকলেও বুঝার উপায় নেই। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পেলে এর চেয়ে বেশি কিছুই বলা সম্ভব না।
ধারণা করা হচ্ছে কমপক্ষে চার থেকে পাঁচদিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
Post a Comment