Halloween Costume ideas 2015

সোনারগাঁও ওয়েল ফেয়ার ইউকে'র পক্ষ থেকে দুঃস্থ্যদের মাঝে ঈদ খাদ্য উপহার বিতরণ


সোনারগাঁও দর্পণ :

লন্ডনে বসবাসরত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "সোনারগাঁও ওয়েলফেয়ার লন্ডন ইউ, কে'র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে মোগড়াপাড়া পুরান বাজারে সোনারগাঁওয়ের প্রায় ৪ শত গরিব, দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে উপজেলার জামপুর, শম্ভুপুরা, মোগড়াপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁও , পৌরসভার ৪শ গরিব ও দুঃস্থ্য পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ, ডাল, ভোজ্য তৈল, পোলাও চাল, সেমাই ও ছোলা প্রদান করা হয়। 

সংগঠনটির কর্তৃপক্ষ বলেন, রমজান মানে ত্যাগ, ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতার এক কথায় আত্মসুদ্ধির মাধ্যমে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গঠন করা। 

তাই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেই। 

সামাজিক সংগঠন লন্ডনস্থ "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সভাপতি মামুন কবির বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে সবাই নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করা সকলের নৈতিক দায়িত্ব। 

তিনি পবিত্র রমজান মাস সমাজের দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোয় "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সকল সদস্যদের ধন্যবাদ জানান। 

সংগঠনের পক্ষ থেকে জানাযায়, "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে" নিয়মিত সহায়তার পাশাপাশি আগামীতে বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানামুখী ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। যা বাস্তবায়ন হলে এলাকার হতদরিদ্র পরিবারের সংখ্যা কমার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটবে। 

ঈদ খাদ্য উপহার সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: আলম মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: কবিরুজ্জামান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: আবুল জামানসহ সংগঠনটির সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



  

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget