Halloween Costume ideas 2015

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণকারী লম্পট হাবু গ্রেফতার

 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে সম্প্রতি এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হাবিবুর রহমান হাবু (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১’র সদস্যরা। সোমবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর থানার গোয়ালপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার হওয়া হাবিবুর রহমান হাবু সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের আতশ আলীর ছেলে। 


১১ মার্চ র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্যাতিতা একজন প্রতিবন্ধী হলেও কথা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করায় অভ্যস্ত। গত ২২ ফেব্রæয়ারী দুপুর ১টার দিকে পেচাইন গ্রাম থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় হাবিবুর রহমান হাবু ওই তরুণীকে কৌশলে তার বসত ঘরে নিয়ে যায় এবং জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে এই ঘটনা কাউকে জানালে ওই তরুণীকে মেরে ফেলার ভয় দেখিয়ে দেড়ে দেয়। 


এদিকে, প্রতিবন্ধী ওই তরুণী ঘটনাটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে তরুণীর মা বাদী হয়ে হাবিবুরকে আসামী করে থানায় একটি মামলা করে।


র‌্যাব সে মামলার সূত্র ধরে সোমবার আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে থানায় সোপর্দ করে। থানা পুলিশ পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget