Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে কাভার্ডভ্যান চাঁপায় নিহত - ১,আহত - ১

 

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের চাঁপায় আনোয়ার হোসেন নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে কাজী আরাফ নামে অপর এক মটরসাইকেল আরোহী। 
রবিবার (০২ ফেব্রæয়ারী) রাত সাড়ে আটটার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন আহত আরোহী আরাফের বাবা এবং মৃত কাজী মহিউদ্দিনের ছেলে। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সুতা বোঝাই কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো -উ -১১-১৫৯৭) কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর মাধবদী এলাকায় যাওয়ার সময় সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ের গাজীপুর-মদনপুর সড়কের বস্তল নামক স্থানে পৌঁছা মাত্র সুতা বোঝাই কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাভার্ডভ্যান চালক উপায়ন্তু না পেয়ে তার সামনে থাকা মটরসাইকেলের ওপর তুলে দেয়। এতে আনোয়ার হোসেন মারাত্মক আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানান। 
অপরদিকে তার ছেলে আরাফকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আবিস্কার করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমএ বারি বলেন, চালককে পুলিশ আটক করেছে। গাড়িটি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

কাভার্ডভ্যান চালক বরিশাল জেলার বেতাগী থানার বুড়ো মজুমদার বেতাগী থানার বুড়ো মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন ৪২।



Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget