সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে এক আইনজীবির জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি দস্যুদের বিরুদ্ধে। এমনকি জমির প্রকৃত মালিকদের আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে দস্যুরা। সম্প্রতি ঘটনাটি উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি এলাকায় ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী আইনজীবি সাইফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আইনজীবি সাইফুল ইসলাম তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি এলাকায় ২০১৮ সালের ১৫ নভেম্বর ক্রয় করা ৫ শতক জমিতে বালু ভরাট করে ভোগদখল করে আসছে। কিছু দিন আগে লোক মারফত জানতে পারেন জমিটি স্থানীয় ভূমিদস্যু সুমন ও মাহবুব তাদের বাহিনী নিয়ে এলাকার প্রভাব খাটিয়ে জোর করে দখল করবে।
এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারী শনিবার সুমন তার বাহিনীর ২০/৩০ জন সহযোগীসহ ওই জমিতে ইট, বালু ও সিমেন্টের তৈরি খাম মজুদ করে নির্মাণ কাজ শুরু করে।
এ সময় আইনজীবি সাইফুল ও তার ভাই সিদ্দিকুর রহমান নির্মাণ কাজে বাধা দিতে গেলে ভূমিদস্যুরা আরো লোকজন ওই জমিতে জড়ো করে ভুক্তভোগী আইনজীবি ও তার ভাইকে জমি থেকে না গেলে যে কোন সময় প্রাণনাশের হুমকী দেয়।
এমতাবস্থায় প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সুমন জানান, জমিটি তাদের পৈতৃকভাবে পাওয়া। অভিযোগকারী এতোদিন আওয়ামী লীগের ক্ষমতার জোরে জায়গাটি দখল করে রেখেছিল। এখন এলাকাবাসীদের সাথে নিয়ে জমিটি উদ্ধার করছি মাত্র।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment