সোনারগাঁও দর্পণ :
থানায় গিয়ে তোলা সেলফিই কাল হলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোয়ান হাসানের। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একদিন আগে দেওয়া সেলফি পোষ্ট করার পরের দিন কোন কাজে (সূত্র মতে বন্ধুর জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে) থানায় গেলে পুলিশের হাতে গ্রেফতার হোন তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে থানার সামনে থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও দুই নেতাকেও গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি বিল্লাহ ও জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শফিকুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক থানা পুলিশের একটি সূত্র দাবি করে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোয়ান হাসান জুলাই-আগস্ট ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামী। এরআগেও একাধিক বার তিনি থানায় বিভিন্ন কাজে যান। তখন থানা পুলিশ তাকে না চিনার কারণে তিনি তার কাজ শেষে নিরাপদে থানা ত্যাগ করেন।
পরে গত সোমবার সোয়ান নিজের ফেসবুক পেজে সোনারগাঁও থানায় গিয়ে সেলফি নেওয়া একটি ছবি পোষ্ট করেন। পরের দিন মঙ্গলবার সকালে আবারও থানা গেলে তাকে গ্রেফতার করা হয়।
যদিও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী গণমাধ্যম কর্মীদের কাছে দেশে চলমান ‘ডেভিল হান্ট’ এর অভিযানে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করার কথা জানিয়েছেন। পরে গ্রেফতারকৃতদের বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলায় আদালতে পাঠানোর কথা জানান।
যদিও সোয়ান হাসান গ্রেফতারের পর তার ফেসবুক থেকে সোনারগাঁও থানার সামনে তোলা সেলফিটিও সরিয়ে ফেলা হয়েছে।
Post a Comment