Halloween Costume ideas 2015

প্রয়াত অভিনেত্রী দিতির মেয়ের ওপর সন্ত্রাসী হামলা, অবৈধভাবে বাড়ি দখলের অভিযোগ


সোনারগাঁও দর্পণ :

বাংলা চলচ্চিত্রের কিংবন্তি অভিনেত্রী প্রয়াত পারভিন সুলতানা দিতি (নায়িকা) ও প্রয়াত অভিনেতা (নায়ক) সোহেল চৌধুরী’র মেয়ে লামিয়া চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকার দত্তপাড়া গ্রামের নিজ বাড়ি (নানা বাড়ি)’তে জমি সংক্রান্ত ঝামেলায় তিনি এ হামলার শিকার হোন। 

হামলা ঘটনার পর লামিয়া তার ফেসবুক আইডিতে তার ওপর হামলার খবর জানান এবং সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ঘটনাস্থলে যেতে বলেন। তবে, কাদের সাথে বা কারা তার ওপর হামলা চালিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানাননি। 

হামলার ঘটনার সময় লামিয়ার করা লাইভ ভিডিওতে দেখাগেছে, বেশ কিছু ব্যক্তি চেয়ারে বসে আছেন এবং বেশ কয়েকজন দাড়িয়ে (অনেকটা গ্রামাঞ্চলে হওয়া বিচার-শালিসের মতো)। চেয়ারে বসে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ, উপজেলা বিএনপি নেতা নিজাম, পৌর যুবদল নেতা মফিজুল রহমান সোহেল উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা নিজাম ও সোহেল লামিয়ার ওপর হামলার সময় হামলাকারীদের বাধা বা থামানোর চেষ্টা করছিল। 

এ সময় দিতি কন্যা লামিয়া দৌড়ে তার গাড়িতে ওঠে যায় এবং গাড়ির ভেতর থেকে তার ওপর হামলা এবং ইট দিয়ে গাড়ির গøাস ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে লাইভে জানান।

পরে নিজ ফেসবুকে ভিন্ন চারটি স্ট্যাটাস দেন লামিয়া। যেখানে লামিয়া লিখেন “হাউ আই ওয়াজ ভায়োলেন্ট্রি এটাক্ট (কিভাবে আজ আমাকে হিংস্রভাবে আক্রমণ করা হয়েছে)।” 

অপর একটি স্ট্যাটাসে লিখেছেন, “রিকোয়েস্টিং জার্নালিস্টস টু প্লিজ কাম টু মাই প্লেস আইএম অল এলোন (সাংবাদিকদের অনুরোধ করছি আমার জায়গায় আসুন আমি একদম একা)”। 

তৃতীয় বার লিখেছেন, “আমার সাথে কি কেউ নাই ? আমার বাবা-মা মারাগেছে বলে আমার পাশে কি কেউ নাই, কেউ নাই, কেউ নাই ? 

অপর একটি স্ট্যাটাসে লিখেছেন, আমার পা ভেঙে ফেলেছে ওরা, হাসপাতালে যাব যেতে দেয়না, আমার গাড়িতে ইট ফেলে গাড়ি ভেঙে ফেলেছে, আই ক্যান্ট ওয়াক”।

এ ব্যাপারে নাম প্রকাশে স্থানীয় একাধিক সূত্র জানায়, টিপু তার সম্পত্তি পাবে ঠিক কিন্তু টিপুর স্ত্রী স্থানীয় বিভিন্ন প্রভাবশালীদের ম্যানেজ করে বেশি সম্পত্তি এবং নিজের পছন্দমতো স্থান নিতে চাওয়াকে কেন্দ্র করে মুলত এ ঝামেলা শেষ হচ্ছেনা। 

এছাড়া, স্থানীয় প্রভাবশালীরা দিতির প্রয়াত ভাই টিপুর স্ত্রীকে দিয়ে জমি উদ্ধার করে অন্যত্র বিক্রি করে দিয়ে বড় অংঙ্কের মুনাফা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বলে দাবি করে। বিএনপি নেতারা জোর করে জমিতে সীমানা পিলার বসাতে যাওয়ার সময় দিতির মেয়ে সেটা ভিডিও করার কারণেই ঝামেলা সৃষ্টি হয়।

এদিকে, প্রয়াত চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রিতি বলেন, নয় বছর ধরে দিতির পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। সামাজিকভাবে বেশ কয়েকবার মিমাংসার জন্য বসেছিল। যা অমিসাংসিত ভাবে শেষ হয়। আজও পূর্ব নির্ধারিত তারিখ ছিল। সমাজের শালিসে ব্যক্তিরা কথা বলার সময় তাকে (প্রিতি) মেরে আহত করা হয়। ঘটনাস্থলে বিএনপি’র যে সকল নেতারা উপস্থিত ছিলেন তারা সামাজিকভাবে শালিসের জন্য যান। কোন জমি দখল করতে যাননি। 

এ ব্যাপারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। 

জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সম্পাদক বাবুল হেসেন বলেন, দিতির প্রয়াত ভাই টিপুর স্ত্রী কয়েক দিন আগে তার স্বামীর পৈতৃক সম্পত্তি থেকে তাকে ও তার সন্তানদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে সামাজিকভাবে এর সমাধানের জন্য মোশারফ ভাইয়ের কাছে যান। আজকে বসার তারিখ ছিল এবং দিতির মেয়েও ছিল। 

কথা বলে টিপুর পাওনা জমি দেওয়ার কথা বললে তারা এখন না দিয়ে পরে সময় হলে দিবে বলে জানায়। এনিয়ে দিতির মেয়ে ও অপর ভাই আনোয়ারের স্ত্রীর সাথে টিপুর স্ত্রী’র ঝগড়া হয়। পরে আমরা ঝগড়া থামিয়ে সেখান থেকে চলে আসি। 

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, দিতির মেয়ে ও তার এক ভাইয়ের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ মিমাংসায় স্থানীয়রা শালিসে বসেছিল। শালিসের মাঝে দিতির মেয়ে লামিয়ার ভিডিও করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই লামিয়া ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যান। লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 



Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget