সোনারগাঁও দর্পণ :
হেফাজতে ইসলাম’র নেতা মামুনুল হককে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেনস্তা করা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা মামুন ভূইয়াকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার (৯ ফেব্রæয়ারী) সকালে তার গুলনগর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে মামুন ভূইয়া নিজ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, ২০২১ সালে সোনারগাঁও পৌরসভার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক স্ব-স্ত্রীসহ অবকাশ যাপনে আসেন।
সে সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মাওলানা মামুনুল হককে ষড়যন্ত্রমূলক হেনস্তা করে ও রাজনৈতিকভাবে ক্ষতি করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment