সোনারগাঁও দর্পণ :
অবৈধ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মাসুম শিকদার বলেছেন, এ উচ্ছেদ অভিযান যদি স্থায়ী না হয় তাহলে প্রশাসনকে এর জবাব দিতে হবে। প্রয়োজনে স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন করে এর জবাব চাওয়া হবে।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের টানা তিন দিনের মতো অবৈধ উচ্ছেদ অভিযান চলাকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ‘কলাপাতা সুইট এন্ড পেষ্ট্রি সপ’ ভাঙার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অবৈধ ব্যবস্থাপনা কোন স্থায়ী সমাধান না। কিন্তু সমস্যা হচ্ছে, অবৈধ উচ্ছেদ দীর্ঘায়িত হয়না। এক সপ্তাহের মধ্যে পূণরায় নতুন করে বসার সুযোগ থাকে।
এ সময় তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন, স্থায়ীভাবে যদি এই উচ্ছেদের কোন সমাধান না করতে পারে, তাহলে যাদেরকে অবৈধ উচ্ছেদ করা হয়েছে, এলাকার লোকজন নিয়ে প্রশাসনের কাছে আন্দোলনের মাধ্যমে জবাবদিহি চাওয়া হবে। তিনি প্রশ্ন রাখেন, প্রশাসন যদি কোন স্থায়ী সমাধান না করতে পারেন তাহলে ভাঙা কেন। মানুষের ক্ষতি কেন করলো।
মাসুম শিকদার বলেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে এভাবে ভাঙচুর করলেন কেন। ভাঙচুরের পর তাদেরকে পূণর্বাসনের জন্য যারা উদ্যোগী হয়, তাদের নির্বিত না করে গরীব-দুঃখী মানুষদের ওপর কেন কিছু দিন পরপর এ খড়গ। কেন দুই দিন পর পর এই ইদুর বিড়াল খেলা। এই ইদুর বিড়াল খেলা বন্ধ করুন। যদি পারেন স্থায়ী সমাধান করুন।
প্রশাসন যদি আমাদের স্থায়ী উচ্ছেদে আশ্বস্ত করতে না পারে তাহলে স্থানীয় লোকজন নিয়ে আন্দোলনের মাধ্যমে এর জবাব চাইবো। দেখি প্রশাসন এর কি ব্যবস্থা নেয়।
এরআগে, গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল থেকে সোনারগাঁওয়ের মোগরপাড়া চৌরাস্তা এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ উচ্ছেদ অভিযানে নামে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এবং থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের সহায়তায় এ সকল অভিযান পরিচালনা করা হয়।
Post a Comment