সোনারগাঁও দর্পণ :
পৃথকভাবে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি। সকাল পৌনে নয়টার দিকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা সংগ্রামের বীর শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানানো হয়। পরে একে এক বিএনপি ও এর বিভিন্ন অংঙ্গ সংগঠনের ব্যানারে শ্রদ্ধা জানানো হয়।
সকালে পৌনে নয়টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের অনুসারি বিএনপির অঙ্গসংগঠন উপজেলা যুবদলের আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এরপরই নিজের অনুসারী নেতাকর্মীদের নিয়ে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি নিহত ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানান জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু।
সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের অনুসারী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুকুল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার আবু জাফর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক আহমেদ ইমতিয়াজ বকুলসহ অধ্যাপক রেজাউল করিমের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া উপজেলা যুবদলের আহ্ববায়ক নুর এ ইয়াসিন নোবেল ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু তার অনুসারীদের নিয়ে শাহআলম মুকুলদের সাথে যুক্ত হোন।
এদিকে, সকাল নয়টার দিকে নিজের অনুসারী নেতাকর্মী নিয়ে শহীদ ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর।
এরপর সকাল সোয়া নয়টার দিকে নিজের অনুসারী নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরো বেশ কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ হয়ে শ্রদ্ধা জানান সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে।
সকাল সাড়ে নয়টার পর উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার অনুসারীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে নিজ অনুসারি নেতাকর্মীসহ উপজেলা বিএনপির ব্যানারে যুক্ত হোন উপজেলা বিএনপির সাধারণ মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমানসহ অনেকে।
এ সময় রেজাউল করিম ও মান্নান উভয়ের অনুসারী নেতাকর্মীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে বিভিন্ন শ্লোগান দেন।
Post a Comment