সোনারগাঁও দর্পণ :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে সোনারগাঁও আসনে দলটির কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ ড. ইকবাল হোসেন ভূইয়াকে চূড়ান্ত মনোনয়ন করেছে। কেন্দ্রীয় কর্মপরিষদের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা মজলিসের সুরা সদস্যরা গত রবিবার (২ ফেব্রুয়ারী) প্রতিটি উপজেলা থেকে রোকনদের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে তাদের নাম চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে আগামী ৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এক জনসভায় জেলার ৫টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ারে কথা রয়েছে সংগঠনটির নায়েবে আমীর ডা. শফিকুর রহমানের।
সোনারগাঁও আসন ছাড়া অন্যান্য আসনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-৪ সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার এবং নারায়ণগঞ্জ-৫ আসন থেকে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদের নাম চূড়ান্ত করা হয়েছে।
যদিও নির্বাচন কমিশন এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তারপরও বিভিন্ন রাজনৈতিক দলের চাহিদার প্রেক্ষিতে অন্তবর্তীকালীণ সরকার চলতি বছরের শেষ দিকে নয়তো ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে বলে একটি প্রাথমিক ধারণা দিয়েছে। আর নির্বাচন কমিশন সেই ধারণার ওপর ভিত্তি করেই বিভিন্ন সমবেশে এই তারিখটিকে সম্ভাব্য তারিখ হিসেবে প্রচার করছে।
Post a Comment