সোনারগাঁও দর্পণ :
ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বকে রাজনৈতিকভাবে না জড়ানোর আহ্বান করেছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ফেসবুকে ভিডিও লাইভে তিনি এ আহ্বান জানান।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অতি সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে লামিয়ার ওপর হামলা ও জোড় করে তাদের জমি দখলের প্রসঙ্গে লামিয়া বলেন, তার মামির পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয়ে যে ঝামেলা চলছে এটা তার ব্যক্তিগত ও একান্তই পারিবারিক বিষয়।
ব্যক্তিগত ও পারিবারিক বিষয়টিকে একটি স্বার্থান্বেসী কুচক্রি মহল তাদের স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিকভাবে নেওয়ার অপচেষ্টা করছে, যা কোনভাবেই কাম্য নয়।
তিনি দৃঢ়ভাবে বলেন, তার পরিবার রাজনৈতিকভাবে কখনো কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। তবে, যেহেতু তার প্রয়াত বাবা-মা দু’জনই তাদের নিজেদের অভিনয় শৈলীর মাধ্যমে দেশের মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন সেহেতু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষদের সাথে তার পরিবারের সদস্যদের সখ্যতা ও আন্তরিকতা ছিল।
কিন্তু কিছু ব্যক্তি ২২ ফেব্রুয়ারী সোনারগাঁওয়ে তার নানি বাড়িতে ঘটে যাওয়া ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে এবং তাকে রাজনীতির সাথে জড়ানোর অপচেষ্টা করছে।
তিনি স্পষ্ট করে বলছেন, তার বাবা, প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী, এবং মা, প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি, কেউই কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তাঁরা ছিলেন সংস্কৃতির মানুষ, তিনিও তাঁদের আদর্শেই চলেছেন এবং চলবেন।
এই হামলাটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে জমি দখল ও তাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। তিনি (লামিয়া) ওই অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছেন এবং দাড়িয়ে থাকবেন।
তিনি শেখ পরিবারের একজন বিশেষ ব্যক্তির সাথে তাকে জড়িয়ে মিথ্যা প্রোপাগন্ড ছড়িয়ে একটি স্বার্থান্বেসী মহল তাদের স্বার্থ চড়িতার্থ করার অপচেষ্টা করছে।
ওই ভিডিওতে তিনি বর্তমান প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সন্তান ও তাদের পারিবারিকভাবে বিভিন্ন ছবি আছে জানান এবং সে সকল ছবি বিষয়ে কেন কোন কথা বলছেন না বলেও প্রশ্ন রাখেন।
তাই লামিয়ার বিরুদ্ধে এ সকল প্রোপাগন্ডা ছড়ানোসহ বিষয়টির সাথে জড়ানো সকলের বিরুদ্ধে তদন্ত পূর্বক দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণনের জন্য প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী লামিয়া তার মা (প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি)’র গ্রামের বাড়ি সোনারগাঁওতে তাদের পারিবারিক জমি দখল করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী তার উপর পরিকল্পিতভাবে লাঠি, দেশীয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে তার উপর নির্মম হামলা করে। যাতে তিনি গুরুতর আহত হোন।
Post a Comment