সোনারগাঁও দর্পণ :
যথাযথ মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে “সোনারগাঁও প্রেস ক্লাব।” দিবসটি উপলক্ষে সকালে প্রভাতফেরির মাধ্যমে সংগঠনটির সদস্যরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রভাতফেরির নেতৃত্বদেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
পরে যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বিস্তর আলোচনা করা হয়।
অংশ নেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন, সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সহ সভাপতি ফজলে রাব্বি সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল আলম, সাবেক অর্থ সম্পাদক ও সদস্য মোকাররম মামুন, হারুন অর রশিদ, গিয়াস কামাল, মনির হোসেন, মাহবুব আলম, আনিছুর রহমান সজীব, কামরুল ইসলাম, হুমায়ুন কবির, আসিফ রেজা, সালাহউদ্দিন, সেলিম রেজা, সোনারগাঁও উদীচি শিল্পগোষ্ঠীর আহবায়ক শংকর প্রকাশ প্রমূখ।
এর আগে, বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এরও আগে, প্রেস ক্লাব চত্ত্বরে ভোর থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
Post a Comment