সোনারগাঁও দর্পণ :
দেশের বিভিন্ন জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। অনুমোদন পাওয়া জেলাগুলোর অন্যতম নারায়ণগঞ্জ। এই জেলায় বিএনপি’র তৃণমুল রাজনীতি থেকে উঠে আসা অধ্যাপক মামুন মাহমুদ’কে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে রূপগঞ্জের এক সময়ের কাজী মনিরের অনুসারী খ্যাত মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়াকে ১ নং যুগ্ম আহবায়ক, সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারী ফতুল্লা এলাকার মাশেকুল ইসলাম রাজিবকে ২নং (তালিকা ক্রমানুসারে) যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের অনুসারী রূপগঞ্জ উপজেলার শরীফ আহমেদ টুটুলকে ৩য় আহবায়ক করা হয়েছে।
অপরদিকে, সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনকে করা হয়েছে সদস্য।
আহবায়ক কমিটিতে সোনারগাঁও আসন বা সোনারগাঁও উপজেলা বিএনপি থেকে এবং আড়াইহাজার থেকে কোন নেতাকে আহবায়ক কমিটিতে রাখা হয়নি। যদিও বিগত দিনে বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচীতে সোনারগাঁও থানা বিএনপিকে মাঠে সরব থাকতে দেখা গেছে। দল যখন কঠিন সময় পার করেছে, দলীয় নেতাকর্মীরা যখন একের পর এক হামলা, মামলায় জর্জরিত হয়েছে তখনো সোনারগাঁও উপজেলা বিএনপি তৎকালীণ সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচীতে মাঠে থেকে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে দেখা গেছে।
বিশেষ করে সোনারগাঁও বিএনপির কোন নেতা কেন জেলা আহবায়ক কমিটিতে ঠাঁই পেলো না এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, জেলা আহবায়ক কমিটিতে কেন রাখা হয়নি এটা একান্তই কেন্দ্রের ব্যাপার। বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ড বিবেচনায় সোনারগাঁও থেকে একজন আশা করা যেতেই পারে। তবে, সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বিএনপির অতি উৎসাহী কতিপয় নেতাকর্মীর বিষয়ে দলের নির্দেশনার বাইরে বিভিন্ন কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের বিষয়টিও নাম না থাকার বিষয়টিতে কিছুটা থাকতে পারে বলে দাবি করেন তিনি।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, কেন্দ্র যেইটা ভালো মনে করেছে তা করেছে। আর জেলা কমিটি নিয়ে সোনারগাঁওয়ের কেউ তেমন সরব কখনোই ছিল না। কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই দলের ভালোর জন্যই নিয়েছে। সে সিদ্ধান্তকে সোনারগাঁও বিএনপি অবশ্যই সাধুবাদ ও অভিনন্দন জানায়।
বিগত দিনে সোনারগাঁও বিএনপির রাজনৈতিক কর্মসূচী বিবেচনায় সোনারগাঁও বিএনপি থেকে কাউকে রাখলে আরও বেশি ভালো লাগত। তবে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ আর জেলা আহবায়ক কমিটিকে অভিনন্দন জানাই।
নারায়ণগঞ্জ ছাড়াও সিরাজগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, নাটোর,চট্টগ্রাম দক্ষিণ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
Post a Comment