সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুর রহিম নামে এক আইনজীবির বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে একদল মুখোশধারী ডাকাত ওই আইনজীবির ডুপ্লেক্স বাড়ির রান্না ঘরের গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তার স্ত্রী ও ছেলেকে হাত-পা ও মুখ বেধে ঘরে থাকা নগদ ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কমপক্ষে ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আইনজীবির পরিবারের বরাত দিয়ে সূত্র আরও জানায়, তাদের কক্ষে ৫জন ডাকাত সদস্য প্রবেশ করে। যারা বরিশাল ও আড়াইহাজার এলাকার ভাষায় কথা বলে। কক্ষে প্রবেশ করা ডাকাতদের হাতে দেশীয় ধারালো অস্ত্র এবং লম্বাকৃতির ডাকাতের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সূত্র জানায়, স্থানীয় এলাকার মসজিদের রড কেনার জন্য ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করা হয়েছিল।
ডাকাতির ঘটনার পর বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, ডাকাতির ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
Post a Comment