সোনারগাঁও দর্পণ :
একটি মাছ ১ লাখ ২০ হাজার টাকায় কিনে কেজি প্রতি সাতশত টাকা দরে দুই লাখ টাকার ওপরে বিক্রি করেছেন এক ব্যবসায়ী। ৮ মন বা ৩১০ কেজি ওজনের হাউশ (কারো ভাষায় শাপলা পাতা, পান পাতা বা রেফিন বা স্টিং ফিস নামেও ডাকেন) এ মাছটি বিক্রি করেন সোনারগাঁওয়ের স্থানীয় বৈদ্যের বাজারে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বৈদ্যের বাজার ঘাটে নিয়ে আসেন বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়া।
স্থানীয় মাছ ব্যবসায়ী আমিনুল জানান, মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ৮ মন ওজনের মাছটি আটকা পড়ে হাড়িয়া এলাকার হাবিবুল্লাহ মিয়ার জালে। সেখান থেকে মিনি টিকআপে করে মাছটি সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার ঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটিকে দেখতে ভীড় জমায়।
পরে তিনি ১ লাখ ২০ হাজার টাকায় কিনে মাছটি কেটে কেজি প্রতি সাতশ টাকা করে খুচরা বিক্রি করেন। মূহুর্তের মধ্যেই পুরো মাছটি বিক্রি হয়ে যায় বলে জানান তিনি।
উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, স্থানীয়রা মাছটিকে শাপলাপাতা বলে চিনেন। তিনি মাছটি জেলেদের জালে আটকা পড়েছে বলে শুনেছেন। স্থানীয় বাজারে এর চাহিদাও প্রচুর রয়েছে।
বিরল প্রজাতির শাপলাপাতা এ মাছটি অনেকের কাছে হাউশ মাছ নামেও পরিচিতি থাকলেও এর ইংরেজী নাম রেফিন ফিস বা স্টিং ফিস বলা হয়।
Post a Comment