অপহরণের অভিযোগে রনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে সোনারগাঁও উপজেলার সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
রনি উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া এলাকার বাছেদ মোল্লার ছেলে।
অপহরণ ছাড়াও তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক থানা পুলিশের একাধিক সূত্র জানায়, রনি পেশায় একজন দলিল লিখক। তার বাড়ি সাত ভাইয়াপাড়া এলাকার একাধিক ব্যক্তির বিদেশ যাওয়ার কয়েক লাখ টাকা আড়াইহাজার উপজেলার অপহৃত মোহাম্মদ আলীর কাছে দেয়। টাকা দেওয়া ব্যক্তিদের বিদেশে না নিয়ে তাদের টাকাও ফেরত দেয়নি রনি বা মোহাম্মদ আলী। ফলে বিদেশ যেতে প্রত্যাশীরা রনিকে দীর্ঘ দিন ধরে টাকা ফেরত দিতে চাঁপ দিচ্ছিল।
এদিকে, রনির কাছ থেকে টাকা নেওয়া মোহাম্মদ আলীও রনির সাথে যোগাযোগ রাখেনি। ফলে সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় মোহাম্মদ আলী তার শশুরবাড়ি বেড়াতে গেলে খবর পেয়ে সেখান থেকে মোহাম্মদ আলীকে অপহরণ করে নিয়ে আসে রনি।
মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর তার অপহরণের খবর পেয়ে
অপহৃত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা থানায়
অপহরণের অভিযোগ করলে
রনি মোল্লাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এম এ বারীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
Post a Comment