সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও সরকারী কলেজ ও মোগরাপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি বিদ্যায়তন পরিদর্শণ করেছেন শিক্ষা মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক যোবায়ের। শুক্রবার (৩১ জানুয়ারী) জুম্মার আগে উপজেলার একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক “মোগরপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি বিদ্যায়তন” এবং বিকালে “সোনারগাঁও সরকারী কলেজ” পরিদর্শণ করেন তিনি।
বিকালে সোনারগাঁও সরকারী কলেজ পরিদর্শনের সময় সিনিয়র সচিব সিদ্দিক যোবায়ের’কে ফুলেল শুভেচ্ছা জানান, কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম। উষ্ণ অভ্যর্থনায় অংশ নেন কলেজের সিনিয়র শিক্ষকরা।
এ সময় সাথে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সালাহউদ্দিন জুয়েল, জি আর ইন্সিটিটিউশনের প্রভাষক জানে আলম দীপু প্রমূখ।
এরআগে, সকালে মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় স্কুলের প্রধান শিক্ষক সুলতান মিয়া শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক যোবায়ের’কে ফুলেল উষ্ণ শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে সচিব শিক্ষা প্রতিষ্ঠান দুটি উন্নয়নের স্বার্থে যে কোন সগযোগিতার আশ^াস দেন।
Post a Comment