সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে একটি নির্মাণাধীন লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজের পুকুর থেকে সাইফ আহমেদ (৪৮) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামপুর ইউনিয়নের তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা লাশটি দেখে তাদের খবর দিলে সিটি লুভ ওয়েলের পাশের পুকুরে জাল ফেলে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানাযায়নি। নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুন্সেফপাড়া এলাকার মৃত মির্জা সিরাজউদ্দিনের ছেলে। তিনি পি-সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠান নাবিল সিকিউরিটি লিমিটেড থেকে সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতো।
এলাকাবাসী জানায়, প্রতিষ্ঠানটির নাম আগে ‘ইমারত ওয়েল মিল’ ছিল। বর্তমানে এটি সিটি লুভওয়েল ইন্ডাস্ট্রিজ’ নামে পরিচিত হলেও প্রতিষ্ঠানটিতে কোন সাইনবোর্ড নেই।
এরআগে, লাশ উদ্ধারের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্য ও ছবি সংগ্রহে ঘটনাস্থলে যেতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় প্রবেশ করে। এ ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজি হননি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।
Post a Comment