Halloween Costume ideas 2015

পুলিশ, র‌্যাব ও আনসারদের পোশাক পরিবর্তন হচ্ছে


সোনারগাঁও দর্পণ :

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে পরিবর্তন আসছে। ইতোমধ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি জানান, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীকে আরও বেশি জনবান্ধব এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক পুলিশের নতুন পোশাকের রং হবে আয়রণ, র‌্যাবের গ্রিন অলিভ এবং আনসারদের পোশাক হবে গোল্ডেন হোয়াইট। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুন্দর দেশ গঠনে আমাদের মন-মানসিকতার পরিবর্তন জরুরী। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়। 

সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্প্রতি চাপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। সে কারণে সীমান্তে নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ব্যবহারের জন্যে সরকার আরও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও অনেকে অবৈধভাবে ৩৩ হাজার ৬৪৮ জন অভিবাসী বসবাস করছে। এরআগে যার সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন। ৩১ জানুয়ারীর পরে অবৈধ অভিবাসীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর অবৈধ অভিবাসীদের দেশে থাকতে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 



Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget