সোনারগাঁও দর্পণ :
নিখোঁজের তিন দিন পর বিলের মাঝে থাকা ঝোঁপ থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারী) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতম মনির সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কৃষকেরা বিলের জমিতে কাজ করার সময় বিলের পশ্চিম পাশে থাকা একটি ঝোঁপে মানুষের দেহ পরে থাকতে দেখে। সামনে গিয়ে মৃত মানুষের মরদেহ বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র আরও জানায়, মনিরের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে বছর দেড় আগে নোয়াখালীর এক মেয়েকে বিয়ে করে। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কাঁচপুর এলাকায় ভাড়া থাকতেন। মনিরের আশিক নামের এক সন্তান প্রবাসে থাকে। সেখান থেকে বাবার জন্য প্রতিমাসে ৫ হাজার টাকা করে খরচ বাবদ পাঠাতো। এছাড়াও মনির বিভিন্ন সময় দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যা কাÐ বলেই মনে করছেন। তবে, ময়নাতদন্ত শেষে সঠিক ভাবে জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।
Post a Comment