Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছেন শাহকামাল নামে এক ব্যক্তি। গত ১ জানুয়ারী সোনারগাঁও থানায় হানিফা নামে অপর একজনকে প্রধান অভিযুক্ত করে তিনি এ অভিযোগ দেন।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের মৃত আনোয়ার হেসেনের ছেলে শাহকামাল থানায় করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার মালিকানাধীন মঙ্গলেরগাঁও মৌজার সিএস ও এসএ-১৩৮, আরএস-১৯২, ১৯৪, দাগে ৬৬ শতাংশ সম্পত্তি কৃষি জমি পৈত্রিক ওয়ারিস সূত্রে মালিক হয়ে ভোগ দখলরত থাকাবস্থায় একই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মোঃ হানিফা, কামাল প্রধানের ছেলে মোঃ জাহাঙ্গীর প্রধান, পার্শবর্তী দুধঘাটা গ্রামের মৃত কুদ্দুস ভুইয়ার ছেলে মোঃ পিয়ার আলী, সিরাজ ভুইয়ার ছেলে মোঃ সবুজ ভুইয়াসহ অজ্ঞাত নামা আরও ৩/৪ জন সংঘবদ্ধ হয়ে পূর্ব শত্রæতার জের ধরে গত ১৮ জানুয়ারী সকাল আনুমানিক ১০টার দিকে তার সম্পত্তির সীমানার ভিতর জোরপূর্বক ভাবে মাটি কাটিয়া নিয়া যায় এবং সম্পত্তি দখল করার অপচেষ্টা করে। বাঁধা দিতে গেলে ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী দেয়। এ বিষয়ে সামজিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়া সালিশ বৈঠকে মিমাংশার চেষ্টা করা হলেও অভিযুক্তরা উপস্থিত হয়না। এমনকি এ বিষয়ে থানা পুলিশের স্বরণাপন্ন হলেও কোন কর্নপাত না করে রাতের আঁধারে ওই জমি জোর পূর্বক অবৈধ দখলের অপচেষ্টা করে। এ নিয়ে ঝগড়াসহ যে কোন সময় খারাপ পরিস্থিতি হওয়ার আশঙ্কা করছেন শাহকামাল। 

 এ ব্যাপারে ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত  হানিফােএকটু দুরে আছেন জানিয়ে বিকালে এসে সরাসরি কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে পূণরায় মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget