সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে এ্যাম্বুলেন্স ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আছিয়া খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় কমপক্শে আরও ৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা অভিমুখে ব্রীজের প্রবেশ পথে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আলেয়া খাতুন (৬০) নামে একজনের পরিচয় মিলেছে। তিনি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মান্নানের স্ত্রী। বাকি আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শুভ্র সরকারের ভাষ্যমতে, মেঘনা টোলপ্লাজার উল্টো পথে মেঘনা ব্রীজে ওঠার সময় ব্রীজে ওঠার প্রবেশ মুখে ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্্েরা গ ৭১-৪৪৩০) এর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আছিয়া নামে এক নারীর মৃত্যু হয়।
সিএনজিতে থাকা অন্য ৫ যাত্রী আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
Post a Comment