সোনারগাঁও দর্পণ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহন করা গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন এবং বারদী দামোদরদী গ্রামের মৃত সামসুল ইসলামের ছেলে বিল্লাল।
থানা সূত্রে জানাযায়, গত ৮ ডিসেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামা এলাকায় যাওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা সমন্বয়কদের সাথে থাকা মোবাইল, টাকা ও মানিব্যাগসহ মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারি এ প্রসঙ্গে বলেন, গ্রেফতারের পর তারা ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে অস্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড চাওয়া হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
Post a Comment