Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়েএ্যাম্বুলেন্সের ধাক্বায় বাস উল্টে নিহত ১, আহত ১০


সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়েএ্যাম্বুলেন্সের ধাক্কায় বাস উল্টে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী লেনের সোনারগাঁওয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি এম্বুলেন্স পেছনে দ্রুত গতির জৌনপুর পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ১১-০৫-১২) একটি বাসকে ধাক্কা দেয়। এতে এম্বুলেন্সের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০:৫৫) নিহতের পরিচয় জানাযায়নি। 



বাসে থাকা আহত যাত্রী জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। সোনারগাঁওয়ের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়ায় জৈনপুর এক্সপ্রেস (চট্টমেট্টো-জ, ১১-০৫১২) বাসটি একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে বাসটির ধাক্কা লেগে মহাসড়কে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget