সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৬ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাণ কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় সংগঠনটির নিজ কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে ভোরের কাগজ এবং মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তারকে সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি কামরুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যতম সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজ’র সোনারগাঁও সংবাদদাতা মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক পদে দৈনিক ট্রাইবুনালের এসএম মনির হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক হিসেবে কামাল উদ্দিন ভূইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. শাহিন, সদস্য হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশ এর শফিকুল ইসলাম প্রমূখ।
Post a Comment