সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ৫৪ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (৩০) নমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের সাথে যুক্ত একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো ঠ ১১-৮৫০১) জব্দ করে। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত সাদ্দাম ল²ীপুর সদর থানার চরমোশন গ্রামের মৃত শফিক আলমের ছেলে।
পুলিশ জানায়, সোনারগাঁও থানা পুলিশের এসআই ওলিয়ার রহমান ২৮ ডিসেম্বর বিকালে কর্তব্যরত অবস্থায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা সংলগ্ন আষাঢ়িযা চর ব্রীজের কাছে মাদক দ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন ব্যক্তি ও যাতায়াতকরা যানবাহন তল্লাসীর সময় একটি সাদা রংয়ের মিনি পিকআপ তল্লাসী করে গাড়িতে থাকা পুরাতন প্লাস্টিকের ক্যারেট থেকে খাকি কস্টেপে মোড়ানো ৫৪ কেজি উদ্ধার করেন। এ সময় গাঁজা বহনকারী গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার কথা স্বীকার করে।
Post a Comment