সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত ছেলে রিফাত (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রবিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মুজিবুর রহমানে ছেলে শফিকুল ইসলাম (৪৫)'কে ছুরিকাঘাতে হত্যা করে শফিকুল ইসলামের মাদকাসক্ত ছেলে রিফাত।
এরও আগে, মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে মায়ের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে রিফাত। সে সময় তার বাবা উপস্থিত হলে তার সাথেও বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায় ছেলে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বাবাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।
Post a Comment