সোনারগাঁও দর্পণ :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে দশ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থক এবং সোনারগাঁও আসন থেকে বিএনপি দলীয় একাধিকবার নির্বাচিত সাংসদ ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের সমর্থক এবং থানা বিএনপি সাবেক যুবদল নেতা নোবেলের সাথে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের শহিদুল্লাহ প্লাজার সামনে একে একে জড়ো হতে থাকে। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তার সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহীদ বেদিতে ফুল দিতে যায়। একই সময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিমের সমর্থক ও থানা বিএনপির সাবেক যুবদল নেতা নোবেল রেজাউল করিমের সমর্থকদের নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানাতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ছোঁড়া ইট পাটকেলের আঁঘাতে উভয় পক্ষের কমপক্ষে দশ জন আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দূল বারী পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Post a Comment