সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ১২ কেজি ৫শ গ্রাম গাঁজা ও ১২শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা টোল প্লাজার আষাঢ়িয়ার চর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসীর সময় তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
থানা সূত্রে জানাগেছে, ২৮ নভেম্বর ভোর প্রায় ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন থেকে নেমে চলে যাওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার ওয়াজদিয়া গ্রামের মৃত রফিক আহমেদের ছেলে সাহেদুল ইসলাম জসিমের দেহ তল্লাসী করে সোনারগাঁও থানার এসআই সঞ্জয় কুমার বসাক। পরে তার কাছ থেকে এক হাজার দুই’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অপরদিকে, একই স্থানে অভিযান চালিয়ে সিলভার রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৪-২২১৬) থেকে ১০ কেজি গাঁজাসহ শরিয়তপুর জেলার নরিয়া থানার শুভগ্রামের আক্কাস পাটোয়ারীর ছেলে সাকিব পাটোয়ারীকে গ্রেফতার করে সোনারগাঁও থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ।
এদিকে, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা টোল প্লাজার আষাঢ়িয়ার চর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসীর সময় ২৭ নভেম্বর বুধবার রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে শাহআলমকে ২ হাজার ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগী।
আটককৃতদের মাদক আইনে মামলার পর গ্রেফতার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment