সোনারগাঁও পর্পণ :
সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পালপ এন্ড পেপার মিলের টিস্যু প্লান্ট-২ ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ইউনিটসহ ১২টি ইউনিট প্রায় ছয় ঘন্টা চেষ্টা করে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সোমবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চালের ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু -২র চার তলা ভবনের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থল টিস্যু কারখানা বা কাগজ হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আমরা ৫টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে ৫ টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌছাই। ১২টি ইউনিটে ১১৮ জন লোক প্রায় সাড়ে ৫ ঘন্টা চেষ্টা করে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আগুন সংগঠিত হওয়ার কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এদিকে, অগ্নকান্ডের পর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পরলে ঘটনাস্থলে উৎসুক জনতা ভীড় করে। সম্প্রতি মেঘনা গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মোটা অঙ্কের অর্থ পাচারসহ অনিয়মের অভিযোগ আনে যা তদন্তনাধীন। এছাড়াও এখাতে ব্যাংক লোনেরও একটি বিষয় জড়িত। তাই সবকিছু মিলিয়ে অগ্নকান্ডের ঘটনাটি নিয়ে অনেককে বিভিন্ন মন্তব্য করতেও শোনাগেছে।
Post a Comment