সোনারগাঁও দর্পণ :
বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের নেতা মাওলানা আল্লামা মামুনুল হক কান্ডের সময় তৎতালীণ থানা পুলিশের হাতে গ্রেফতার হেফাজতে ইসলামের অপর নেতা মাওলানা ইকবাল হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারি জানান, হাবিবুর হাবিবকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, হাবিবুর রহমান হাবিবের পরিবারের পক্ষ থেকে তিনি হত্যাকান্ডের সাথে কোনভাবেই জড়িত নন বলে জানিয়েছেন। তার ছেলে হাফেজ তাসফিকুর রহমান সাজিদ জানায়, তার বাবা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতেই ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্টে যান এবং সংবাদ সংগ্রহ করেন। সংবাদ সংগ্রহের এক পর্যায় হেফাজত ইসলামের শতশত নেতাকর্মীরা যখন রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হককে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্যে ওই রিসোর্টে হামলা করে তখন তার বাবা হাবিবুর রহমান কোন রকমে প্রাণ নিয়ে বেঁচে বাড়ি ফিরেন। আর সে দিন হামলা ও ভাঙচুরের পর সেই স্থান থেকে পুলিশ মাওলানা ইকবাল হোসেনকে ভাঙচুরের মামলায় গ্রেফতার করে আদালতে পাঠায়। সেখানের জেল হাসপাতালে প্রাথমি চিকিৎসার পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থাকার ১১ দিন পর একই সালের ২০ এপ্রিল মাওলানা ইকবালের মহামারি করোনায় মৃত্যু হয়। যার প্রমাণ মেডিকেল রিপোর্টেই উল্লেখ আছে বলে জানান।
এদিকে, হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসে রিসোর্টকান্ড এবং মাওলানা ইকবালের মৃত্যুর ঘটনা ঘটলেও চলতি বছরের ২১ অক্টোবর সোনারগাঁও থানায় মামলা হয়।
Post a Comment