সোনারগাঁও দর্পণ:
সোনারগাঁওয়ে প্রাইভেটকার চালক আবু হানিফকে হত্যার পর প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে প্রথমে ছিনতাইকারী কামরুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা ভূমি ও জরিপ অধিদপ্তরের পুরাতন ভবনে সচিবদের গাড়ী পার্কিং এর গ্যারেজ থেকে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-প-২৫-৪৭৭১)টি উদ্ধার করে জব্দ করা হয়।
সোমবার বেলা ১২ টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী।
ওসি আরও জানান, ছিনতাইকারী কামরুল (২৩) বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে এবং ওমর হোসেন ওরফে বাবু গজারিয়া উপজেলার পুরাচক বাউশিয়ার মনির হোসেনের ছেলে। অপর আসামি মুজাহিদুল ইসলাম কাউছার বেগমগঞ্জ উপজেলার মধুপুর এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।
তিনি বলেন, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment