সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নানের ভাই আব্দুল হান্নানের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে প্রয়াত আবুল সরকারের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এ হামলা হয়। হামলার সময় দুবৃর্ত্ত্বরা বাড়িতে থাকা দুইটি মটরসাইকেল ও বাড়ির সকল জানালার কাঁচ ভেঙ্গে ফেলে কয়েক লাখ টাকার ক্ষতি করে। এ সময় স্থানীয় এলাকাবাসী জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা দৌড়ে এলাকা ত্যাগ করে।
প্রত্যক্ষদশীর্দের বরাত দিয়ে সাবেক মেম্বার রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম সরকার জানান, হামলার সময় বাড়িতে তাদের পরিবারের কোন পুরুষ ছিলনা। স্থানীয় মুরুব্বি ও যুবকেরা মাগরিবের নামাজ আদায়ে ছিলেন। এ সুযোগে সোনারগাঁও উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ভাই হান্নানসহ ৩৫ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র—সস্ত্র নিয়ে শ্লোগানসহ বাড়ির সামনে এসে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে হান্নান দেয়াল পার হয়ে ভিতরে যাওয়ার নির্দেশ দিলে হামলাকারীদের কয়েকজন বাড়ির দেয়াল পার হয়ে প্রধান ফটক খুলে বাকী দুর্বৃত্তদের ভিতরে প্রবেশ করায়। পরে তারা তাদের হাতে থাকা লাঠি—শোটা, লোহার রড ও এসএস পাইপ দিয়ে বাড়ির নীচ তলা ও দোতলার জানালার কাঁচ ভেঙ্গে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরে প্রবেশের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে বাড়ির বিভিন্ন জায়গায় থাকা সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরে চলে যাওয়ার সময় প্রধান ফটকের ক্যামেরাও ভেঙে দিয়ে যায়।
তিনি জানান, তার ভাই রফিকুল ইসলাম ব্যবসার কাজে চট্টগ্রাম অবস্থান করছেন। বাড়িতে ফিরলে সিসিটিভি ফুটেজ দেখে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, রফিক মেম্বারের সাথে আমাদের রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়ীক বা ব্যক্তিগত দ্বন্দ্বও নেই। কি কারণে এ ঘটনা হয়েছে সে বিষয়ে খেঁাজ নিয়ে পরে বলতে পারবো।
Post a Comment