সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সদ্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের নিচ তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রয়াত আইনজীবি রীতার স্বমাী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামাছ জগলুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিউকিউটর) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, সাবেক পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রকিবউদ্দীন রকিব, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আমিন রনি, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ বিপুল সংখ্যক আইনজীবী এতে অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রয়াত আইনজীবি রিতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল দোয়া করেন।
এরআগে, গত ৩১ মার্চ রাত দিবাগত রাতে নগরীর আল্লামা ইকবাল হোসেন রোডস্থ রাজ্জাক টাওয়ারের নিজ বাসায় ইন্তেকাল করেন।
Post a Comment