সোনারগাঁও দর্পণ ঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের মতো লাখ লাখ টাকার কাপড় তুলেছিলেন রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাঁই গেছে ব্যবসায়ীদের স্বপ্ন। তখনো সবাই ঘুমে আচ্ছন্ন। হয়তো দোকানে থাকা কোন কোন কর্মচারী ছিল তাও অধিকাংশই ঘুমে। তাদের ভাগ্যে কি আছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) জানা যায়নি।
সূত্র জানায়, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে ভোর ৬টা ১০ মিনিটের দিকে। আগুন লাগার মিনিট ২-৩ পরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। একে একে জড়ো ৫০টি ইউনিট।
শুধু তাই নয়, খবর পেয়ে ঘটনাস্থলে সহযোগিতার হাত রাড়ায় বাংলাদেশ সেনা বাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর সম্মিলিত দল। তারা স্থলে আগুন নেভানোর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেন আকাশ পথে। একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবরও জানা যায়নি।
এদিকে, আগুন লাগার পর আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বঙ্গবাজারের পাশেই অবস্থিত পুলিশ সদরদপ্তরের নিরাপত্তা নিয়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা আশঙ্কা করেছিলেন ঝুঁকিতে পুলিশ সদরদপ্তরসহ পুরো এলাকা। অবশেষে আশঙ্কাই সফল হয়েছে। আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্স এবং পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে। পুড়ে গেছে চারতলা পুলিশ ব্যারাক ভবন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে।
এদিকে, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ৩ (তিন) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৩ (তিন) প্লাটুনসহ মোট ৬ প্লাটুন আনসার জরুরি মোতায়েন করা হয়েছে।
পরে পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Post a Comment