সোনারগাঁও দর্পণ :
প্রায় ২৪ পিচ (২৩,৫০০) ইয়াবাসহ পারভেজ নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) উপেজলার ঢাক-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, কক্সবাজার থেকে বিপুল সংখ্যাক ইয়াবার একটি চালান নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেনের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল আষাঢ়িয়ার চর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ভোর পৌনে ৫টার দিকে কক্সবাজার সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে পারভেজকে আটক করি। এ সময় তল্লাশী করে ২৩,৫০০ (তেইশ হাজার পাঁচ শত) পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বাকী সদস্যরা পালিয়ে গেলেও তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও দমন আইনে আইনানুগ ব্যবস্থা গস্খহণ প্রকৃয়াধীন।
Post a Comment