সোনারগাঁও দর্পণ :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সম্প্রতি সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী মামুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল। রবিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। যদিও ডিবি পুলিশের পক্ষ থেকে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সূত্র জানিয়েছেন।
এরআগে, গত ২৮ ফেব্রæয়ারী একই মামলার এজাহার ভুক্ত ৬ নং আসামী মোর্শেদা আক্তারকে গ্রেফতার করে থানা পুলিশ। আজ আসামী মামুনকে গ্রেফতারের মাধ্যমে এ মামলার মোট ২ আসামীকে গ্রেফতার করা হলো।
এরআগে, গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে তার চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবারের ৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
এরও আগে, নির্মানাধীন সুয়ারেজ ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে গত ২৭ ফেব্রæয়ারী সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় দুই সহোদর আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলাপাথারি কুপিয়ে হত্যা করে চাচা মহিউদ্দিন, মামুন ও মারুফসহ কয়েকজন।
Post a Comment