Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে র‌্যাবের ওপর গ্রামবাসীর হামলা; আত্মরক্ষার্থে গুলি, নিহত -১, গুলিবিদ্ধ -১


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে স্থানীয় গ্রামবাসী ও র‌্যাবের সাথে সংগঠিত দ্বন্দ্বে র‌্যাবের গুলিতে আবুল কাসেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় হুমায়ুন নামে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও এলাকায় শুক্রবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (স্থানীয় ওয়ার্ড মেম্বার) মাঈন উদ্দিন জানান, রোজিনা নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম (২৩) নামে এক যুবককে সন্দেহজনক হিসেবে ধরতে আসে র‌্যাবের সিভিল টিম। এ সময় স্থানীয়রা র‌্যাবকে ডাকাত বলে সন্দেহ করে। র‌্যাব তাদের সন্দেহ দুর করতে নিজেদের পরিচয় পত্র (আইডি কার্ড) দেখায়। তারপরও স্থানীয়রা অভিযানে আসা র‌্যাব সদস্যদের ডাকাত বলে সন্দেহ করে তাদের সাথে বাক-বিতন্ডা শুরু করে উত্তেজিত হয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করে। এমতাবস্থায় পরিস্থিতি বেগতিক দেখে র‌্যাব আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। সে সময় গুলিতে ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে আবুল কাসেম নিহত হয় এবং গুলিবিদ্ধ হোন একই গ্রামের রহমত আলীর মেয়ে স্বামী হুমায়ুন। হুমায়ন রহমত আলীর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতো।

অপর এক প্রশ্নের জবাবে ইউপি সদস্য মাঈন উদ্দিন জানায়, সেলিমের মোবাইল নাম্বারের সাথে নিহত নারীর মোবাইলে কথোপোকথনের প্রমাণ র‌্যাবের তদন্তে পাওয়ায় সেলিমকে প্রাথমিক সন্দেহভাজন হিসেবে ধরতে আসে র‌্যাব। 

এ ব্যাপারে র‌্যাব-১১ এবং সোনারগাঁও থানা পুলিশের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এরআগে, শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে রাজধানীর মিরপুরের রোজিনা নামে এক নারীর কন্ঠনালী কাটা মরদেহ উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। 


 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget