Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে জোড়া খুন মামলায় এক আসামি গ্রেফতার


সোনারগাঁও দর্পণ :

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সম্প্রতি  সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৬ নং আসামী মোর্শেদা আক্তারকে গ্রেফতার  করেছে পুলিশ।  

এরআগে, গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে তার চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবারের ৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা  করেন। 

মামলার এজাহার থেকে জানাযায়, উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় ২নং ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী ওই এলাকার গ্রাম্য চিকিৎসক আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন। এ জমিসহ পার্শ্ববতী আরো একটি জমি দাবি করেন তার চাচা মহিউদ্দিন, চাচাতো ভাই মোস্তফা, মামুন ও মারুফ। এ নিয়ে আসলাম সানী, শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল। তাদের জমির পাশ দিয়ে সরকারী অর্থায়নে ৩ লাখ ১১ হাজার ২শ ৪১ টাকা ব্যয়ে এলজিএসপি -৩ এর আওতায় খাস পাড়া আলী হোসেনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত আরসিসি ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেন মহিউদ্দিনের জায়গার উপর দিয়ে যাচ্ছে এমন দাবী করে তারা।

এ নিয়ে গত রোববার দুপুরে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে তারা আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসলাম সানী ও শফিকুল ইসলাম রনিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় অপর ভাই রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

একজন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন জানান, বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget