সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে নতুন সেবা হাসপাতালের স্টাফ জহিরুল ইসলাম (৪০)কে হাত-পাঁ বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২২ ফেব্রæয়ারী) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের অদূরে থানা রোডে ভূইয়া প্লাজায় নতুন সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে। জহিরুল একই হাসপাতালের ওষুধের দোকানে কাজ করত। সে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মৃত জহিরুলের ছোট ভাই বাবু (ডাক নাম) অভিযোগ করেন, তার ভাই জহিরুল গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি থেকে রাতের খাবার শেষে সেবা হাসপাতালে তার কাজে প্রতিদিনের মতো যোগ দেয়। আজ বুধবার (২২ ফেব্রæয়ারী) সকালে কাজ শেষে বাড়ি না ফেরায় খোঁজ নিতে তার পরিবারের সদস্যরা তার (জহিরুল) কর্মস্থলে খোঁজ নিতে আসলে হাসপাতাল কর্র্তৃপক্ষ জানায়, জহিরুল মারা গেছে।
পরে পরিবারের সদস্যরা জহিরুলের মরদেহ দেখলে, মৃতের শরীরের বাম পায়ে একাধিক ইনজেকশন পুশ (প্রবেশ) করার চিহৃ দেখতে পান। এছাড়া, মৃতের দু’পা দড়ি জাতিয় কিছু দিয়ে বাঁধার চিহৃ ছাড়াও একাধিক আঁঘাতের চিহৃ আছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, এখনো আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ মূহুর্তে হলফ করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
Post a Comment