সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে সম্প্রতি আলোচিত ‘হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী’কে হত্যা’ ঘটনার মুলহোতা ঘাতক স্বামী সাইদুর রহমান (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। ০৪ ফেব্রæয়ারি শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র সদস্যরা কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুরের বরাত দিয়ে র্যাব-১১ জানায়, হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী আখিকে হত্যায় অভিযুক্ত সাইদুর সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের নুরুল ইসলাম প্রধান ওরফে সুধা’ ছেলে।
প্রায় ১৫ বছর আগে আখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকেই পরকীয়া সন্দেহে প্রায়ই আখির সাথে কলহ লেগেই থাকতো। এরই রেশ ধরে গত ২ ফেব্রæয়ারি রাত আনুমানিক ১০টার দিকে আখির হাত-পা লোহার শিকল দিয়ে বেঁধে দুই ছেলের সামনেই লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাতে রক্তাক্ত জখম করে।
এ সময় তাদের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে সাইদুর দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আখিকে মৃত ঘোষণা করে।
পরের দিনে আখি’র পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা (মামলা নং- ০৫, তারিখ ০৩ ফেব্রæয়ারী ২০২৩) করে। আসামীকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
Post a Comment